মেটাভার্স ব্যবহারকারীদের হয়রানি ও যৌন নিপীড়ন থেকে রক্ষা করতে ‘ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী’ বা ‘পার্সোনাল বাউন্ডারি’ নামক ফিচার আনার ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) মেটাভার্সের জন্য নতুন এই টুলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হেডসেট ব্যবহার করে মেটা’র ‘হরাইজন ওয়ার্ল্ডস’ এবং ‘হরাইজন ভেনুস’ অ্যাপ ব্যবহারের সময় নতুন টুলটির সুবিধা পাবেন ব্যবহারকারী।
ব্যবহারকারীর অ্যাভাটার থেকে অন্যদের মধ্যে অন্তত চার ফিট দূরত্বের অনুভূতি হবে বলে জানিয়েছে রয়টার্স। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, ডিফল্ট ফিচার হিসেবে চালু থাকবে নতুন এই টুল।
সম্প্রতি মেটার হরাইজন ওয়ার্ল্ডসসহ একাধিক ভিআর প্ল্যাটফর্মে হয়রানি ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর নতুন এই টুল আনার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।
গত বছর থেকেই বিভিন্ন চাপের মুখে আছে মেটা প্ল্যাটফর্ম।