পশ্চিম তীরে ইহুদি বসতির দৃশ্য। ছবি: এপি]
ইসরাইলের ডানপন্থি নেতানিয়াহু সরকার ক্ষমতায় আসার পর প্রথম ছয় মাসে অধিকৃত পশ্চিম তীরে রেকর্ড পরিমাণ অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে। ইসরাইলি বসতি সম্প্রসারণের বিরোধীতাকারী ইসরাইলি সংগঠন পিস নাউ এ তথ্য জানিয়েছে।
গত বছর ডিসেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন কট্টোর ডানপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু।
পিস নাউ সংগঠনের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ হাজারের বেশি অবৈধ বসতি নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। ২০১২ সালের পর যা সর্বোচ্চ।
পশ্চিম তীরে ইসরাইলি সম্প্রসারণ এই সরকারের মূল লক্ষ্য বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
গত মাসেই পাঁচ হাজারের বেশি অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার। এর তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। নিন্দা জানায় জাতিসংঘও।
১৯৬৭ সালে ইসরাইলি দখলদারিত্বের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সাত লাখের বেশি ইসরাইলি অবৈধ বসতি স্থাপন করে আছে। ওই একই জায়গায় ৩০ লাখের বেশি ফিলিস্তিনির বসবাস।