অধিনায়কত্ব হারিয়ে হতাশ ম্যাগুয়ের
লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের। তবুও ওলে সুলশার যখন ইউনাইটেডের কোচ ছিলেন, তখন দলের অধিনায়ক করা হয় তাকে। তবে এবার ম্যাগুয়েরের অধিনায়কত্ব কেড়ে নেয়া হলো। যার কারণে ভীষণ হতাশ ইংলিশ এ ডিফেন্ডার।
২০২০ সালের জানুয়ারিতে রেকর্ড অর্থে ম্যানচেস্টার ইউনাইটেডের যোগ দেন হ্যারি ম্যাগুয়ের। দলে যোগ দেয়ার পাঁচ মাসের মধ্যে অধিনায়কের দায়িত্ব পান তিনি। তবে গেল মৌসুমে বেশকিছু ভুল করায় বেশিরভাগ সময় বেঞ্চে বসে থাকতে হয়েছে ৩০ বছর বয়সী এই ডিফেন্ডারকে। তার অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। এরপরই শঙ্কা ওঠে তার অধিনায়কত্ব হারান নিয়ে। আর তাই হলো।
রোববার (১৬ জুলাই) ইউনাইটেডের অধিনায়কত্ব হারানোর বিষয়টি নিজেই জানান ম্যাগুয়ের। যা জানিয়ে নিজের হতাশা প্রকাশ করেন ইংলিশ ডিফেন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাগুয়ের লেখেন, ‘আজ কোচের সঙ্গে আলোচনার পর তিনি আমাকে জানিয়েছেন যে, অধিনায়ক পরিবর্তন করছেন। তিনি এর কারণগুলো জানিয়েছেন। এ সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ। তবে যখনই এই জার্সি পরব, আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দেব।’
তিনি আরও লেখেন, ‘যখন থেকে আমি আর্মব্যান্ডটি পরেছি, দারুণ সমর্থনের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের আমি ধন্যবাদ দিতে চাই।’
২০২২-২৩ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলের ৬২ ম্যাচের মধ্যে মাত্র ৩১টি ম্যাচ খেলেন ম্যাগুয়ের। এর মধ্যে ১৬টি প্রিমিয়ার লিগে, যার মধ্যে শুরুর একাদশে ছিলেন কেবল ৮টিতে।