জাকার্তায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। ছবি: জয়শঙ্করের টুইটার থেকে নেয়া
ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে সীমান্ত উত্তেজনা কমিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করতে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। শনিবার (১৫ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন ওয়াং ই।
বৈঠকে চীনের শীর্ষ কূটনীতিক ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘চীন এবং ভারতের অভিন্ন স্বার্থ স্পষ্টতই দুই দেশের বিরোধকে ছাড়িয়ে গেছে।’
তিনি বলেন, একে অপরকে সন্দেহ করার পরিবর্তে দুই পক্ষেরই উচিদ একে অপরকে সমর্থন করা।
ওয়াং বলেন, চীনের সঙ্গে ভারত মাঝামাঝি অবস্থান নেবে বলে তার দেশ আশা করে এবং সীমান্ত নিয়ে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান খুঁজে বের করবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সীমান্ত ইস্যুতে দুই দেশ যত দ্রুত সম্ভব সামরিক বাহিনীর কমান্ডার পর্যায়ের পরবর্তী আলোচনার বিষয়ে সম্মত হয়েছে।’
লাদাখ অঞ্চলে অনির্ধারিত সীমান্ত নিয়ে চীন ও ভারত মুখোমুখি সামরিক অবস্থান নিয়েছে। বেইজিংয়ের দাবি, ভারতের অরুণাচল প্রদেশ তিব্বতের অংশ। একই সঙ্গে কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড মনে করে চীন। বিভিন্ন ক্ষেত্রে বিরোধ সত্ত্বেও চীন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।