ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের অবস্থান। ছবি: সংগৃহীত
ভাতা বাড়ানোর দাবিতে ফের সড়কে নেমেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। ভাতা বাড়ানোর বিষয়ে শনিবারের (২২ জুলাই) মধ্যে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা না এলে রোববার মহাসমাবেশের ডাক দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (১৭ জুলাই) বেলা ১১টার পর থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে বসে অবস্থান কর্মসূচি শুরু করেন চিকিৎসকরা।
‘বেতন ভাতার উন্নয়ন, করতে হবে বাস্তবায়ন’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’–এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ জাদুঘরের সামনের সড়ক।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের অবস্থান কর্মসূচি।
পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ডাক্তার তানভীর আহমেদ বলেন, ‘গতকাল আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের লিখিত আশ্বাসে সড়ক ছাড়ি। তবে বাড়ি ফিরেই আমরা জানতে পারি যে আমাদের ভাতা ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা পাঁচ হাজার টাকা বাড়ানোর জন্য নিশ্চয়ই সড়কে নামিনি।’
ভাতা বাড়ানোর দাবিতে প্লাকার্ডে নানা স্লোগান লিখছেন চিকিৎসকরা।
তিনি বলেন, ‘তারা কীসের ভিত্তিতে আমাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়ালো! আন্দোলনে নেমেছি আমরা, আমাদের সঙ্গে বা আমাদের প্রতিনিধির সঙ্গে কোনো বৈঠক না করে তারা একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে ভাতা বাড়িয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমাদের সঙ্গে আলোচনা না করে এভাবে মাত্র পাঁচ হাজার টাকা বাড়ানো আমরা কোনোভাবেই মেনে নেব না। আমাদের একটাই দাবি–আমাদের ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।’
যদি শনিবারের (২২ জুলাই) মধ্যে আমাদের সঙ্গে না বসে আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা না আসে, তবে রোববার (২৩ জুলাই) মহাসমাবেশের ডাক দেয়া হবে,
বলেন তানভীর আহমেদ।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান করছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।
উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীন পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা।
শনিবার (৮ জুলাই) বেলা ১১টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করা এবং এ ভাতা নিয়মিত করার দাবিতে কর্মবিরতিতে নামেন তারা।