টাটা স্টিলের অর্থ বিভাগের প্রধান কৌশিক চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত
কৌশিক চট্টোপাধ্যায়। ভারতের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী টাটার শীর্ষ কর্তাব্যক্তিদের একজন। তিনি টাটা স্টিলের প্রধান নির্বাহী কর্মকর্তা না হলেও, তাদের চেয়ে কম বেতন পান না বরং ক্ষেত্র বিশেষে অনেকের চেয়ে বেশিই পান। তার দৈনিক বেতন প্রায় ৪ লাখ রুপি।
টাটা স্টিলের অর্থ বিভাগের প্রধান কৌশিক চট্টোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, কৌশিক চট্টোপাধ্যায় টাটা স্টিলের অর্থ বিভাগের প্রধান। প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১ লাখ ৪৩ হাজার ১৭৫ কোটি রুপি। আর এই প্রতিষ্ঠানের অর্থ বিভাগের প্রধান হিসেবে তার দৈনিক বেতন ৩ লাখ ৮৯ হাজার রুপি।
টাটা স্টিলের বার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে দেখা গেছে যে, কৌশিক চট্টোপাধ্যায় প্রতিদিন ৩ লাখ ৮৯ হাজার রুপি হিসেবে প্রতিমাসে বেতন পান ১৪ কোটি ২১ লাখ ১৮ হাজার রুপি।
অবশ্য, ২০২৩ সালে কৌশিক চট্টোপাধ্যায়ের আয় বেশ খানিকটা কমে যাবে। কারণ, ২০২২ সালে তিনি মূল বেতনের পাশাপাশি ১৫ কোটি ১৭ লাখ রুপি ভর্তুকি বেতন পেয়েছিলেন।
কৌশিক চট্টোপাধ্যায় শান্ত এবং সংযত স্বভাবের ব্যক্তি হিসেবে পরিচিত। প্রচুর উপার্জন সত্ত্বেও তিনি খুব বেশি জাঁকজমকপূর্ণ জীবনযাপন করেন না বরং খুবই সাদাসিধে মানুষের মতোই জীবন কাটান। তিনি ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল জেলার সেন্ট প্যাট্রিক স্কুল থেকে স্কুলে পড়াশোনা করেছেন। পরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হওয়ার আগে কলকাতা থেকে বিকম পাস করেন।
টাটা গ্রুপে কাজ শুরুর আগে কৌশিক ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এবং অডিট কোম্পানি এসবি বিলিমোরিয়ার মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। পরে সেখান থেকে কৌশিককে টাটা অ্যান্ড সন্সের প্রাক্তন সিএফও ইশাত হুসেন টাটা স্টিলের বোর্ডে নিয়ে এসেছিলেন। মাত্র ৩৬ বছর বয়সে ২০০৬ সালে টাটা স্টিলের ফাইন্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট হন কৌশিক চট্টোপাধ্যায়।