হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটককৃতদের তথ্য দিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিবি প্রধান।
আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজন আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
হিরো আলম প্রথমে পুলিশকে ধাক্কা দিয়ে প্রতিপক্ষের দিকে তেড়ে গিয়েছেন জানিয়ে ডিবিপ্রধান বলেন, তার ওপর হামলার ঘটনায় পুলিশের গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে মামলা করার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে। তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ দেখে সাতজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। বাকি কিছু নাম পেয়েছি, তাদের বিষয়ে আমাদের তদন্ত চলছে। গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এ হামলা করেছে, তাদের মোটিভ কী ছিল তা আমরা তদন্ত করে দেখছি। এক দলের ব্যাজ ধারণ করা লোকগুলো তৃতীয় কোনো পক্ষের ছিল কি না, তা আমরা জানার চেষ্টা করছি।’
সোমবার (১৭ জুলাই) বিকেলে বনানীতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার হন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। পরে তিনি সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে যান স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। পরিদর্শন শেষে বের হওয়ার সময় ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তার ওপর চড়াও হন কিছু মানুষ। এ সময় হিরো আলমকে মারধর করা হয়। একপর্যায়ে দৌড়ে পালিয়ে যান তিনি।
মারধরের পর রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নেন হিরো আলম। পরে নির্বাচনী কার্যালয়ে গিয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। নির্বাচন প্রত্যাখ্যান করে বিদেশিদের কাছে বিচার দেয়ার কথা জানান তিনি।
এদিকে সোমবারই হিরো আলমের ওপর হামলাকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেন, এ নির্বাচনকে বিতর্কিত করতে ষড়যন্ত্র কি না–খতিয়ে দেখা উচিত। পাশাপাশি হামলায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
এ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়। এতে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত জয়ী হন। ১২৪ কেন্দ্রের সব কটির গণনায় তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ১২৪টি ভোটকেন্দ্রের অধীনে ৬০৫টি ভোটকক্ষের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।