একটি বেসরকারি ক্লিনিকের সামনে অপেক্ষমান রোগী। ছবি একুশে বিডি।
বেসরকারি হাসপাতালের ২ চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে ২ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনেও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ডাক্তাররা। নগরীর চরপাড়া ও মাসকান্দাসহ বিভিন্ন এলাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
সরেজমিনে দেখা গেছে, আশপাশের জেলা নেত্রকোনা ও জামালপুর থেকে ময়মনসিংহে চিকিৎসা নিতে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এছাড়া ডাক্তার না থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ টেস্ট করিয়েও দেখাতে পারছেন না রিপোর্ট।
এদিকে চিকিৎসা বন্ধ করে প্রতিবাদ করাকে অযৌক্তিক দাবি করে রোগীরা জানান, ডাক্তারদের প্রতিবাদ হোক ভিন্ন পন্থায়। ময়মনসিংহ জেলায় প্রায় ৭০০ বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন রোগী ও তাদের স্বজনরা।
নেত্রকোনা থেকে বেবী আক্তার নামে এক রোগী ময়মনসিংহের পপুলার হাসপাতালে মারাত্মক পেটের ব্যথা নিয়ে এসে কোনো সেবা পাননি। এছাড়া অনেক সিজারিয়ান রোগী এই হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে গেছেন।
ময়মনসিংহের বেসরকারি হাসপাতাল ‘স্বদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর ব্যবস্থাপনা পরিচালক জানান, ডাক্তারদের কর্মবিরতি কর্মসূচীর কারণে এই হাসপাতালের প্রায় কয়েকশো রোগী চিকিৎসা নিতে পারছেন না। মেডিকেল অফিসার দিয়ে কোনো রকম ইমার্জেন্সি ব্যবস্থা চালু রেখেছেন। যদিও অস্ত্রপচার ও গুরুত্বপূর্ণ রোগীদের কোনো ধরনের সেবা দিতে পারছেন না তারা।