বিএনপি নেতাকর্মী ও পুলিশের মুখোমুখি অবস্থান। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে সরকার পতনের এক দফা দাবিতে একটি মিছিল বের হয়। মিছিলটি রথখোলা মাঠে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর সাড়ে ১২টার দিকে রথখোলা এলাকায় মাঠে প্রবেশ না করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে দু-পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এ সময় রথখোলা থেকে আখড়াবাজার পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ফলে পণ্ড হয়ে যায় জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোস্তাক সরকার জানান, বিএনপি কর্মীরা বিনা উসকানিতে পুলিশের ওপর হামলা চালায়। তাদের ইটপাটকেলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বেশ কিছু টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ২০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি দাবি করেন, সংঘর্ষে তাদের দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়। তাদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।