ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় বক্তব্য রাখছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি একুশে বিডি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মিরপুরে ছাত্রদের ওপর হামলা প্রমাণ করে বিএনপি সন্ত্রাসের পথে হাঁটতে চায়।
মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন,
বিএনপি সন্ত্রাসের পথে হাঁটতে চায়, তারা দেশে নৈরাজ্য করতে চায়। মিরপুরে যেভাবে ছাত্রদের ওপর হামলা করা হয়েছে তা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডেরই প্রমাণ।
সাংবিধানিক নিয়ম মেনে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন,
আমরা কারও পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাই না। তবে কেউ আমাদের সঙ্গে লাগতে আসলে তাকে ছাড় দেয়া হবে না।
তত্ত্বাবধায়ক সরকার দেশে আর ফিরবে না জানিয়ে কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। যদি ভোটে না আসে তাহলে বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে।
শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন। ছবি: সময় সংবাদ
এদিকে বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। তারা জানান, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যেকোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন তারা।
একই সঙ্গে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা হলেও কর্মসূচিতে থাকছে ভোটের আবহও। নেতাকর্মীদের প্রত্যয়, নির্বাচনে দলের জয় নিশ্চিতে এখন থেকেই সক্রিয় থাকবেন তারা।
সমাবেশের পর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় র্যালি। র্যালিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শাহবাগ-এলিফ্যান্ট রোড-সিটি কলেজ হয়ে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে শেষ হয়।