বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ফাইল ছবি)
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা বিএনপি’র পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে অনুলিপি দিয়ে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণে এ আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সাংগঠনিক এলাকার নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুতই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম, মো. বাবু খান ও মো. ফয়েজ।
এ দিকে দোহাজারী পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্তির বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, তারা (দোহাজারী পৌরসভা বিএনপি’র আহ্বায়ক কমিটি) অনেকদিন ধরেই নিষ্ক্রিয়। সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে কমিটি বিলুপ্ত করা হয়েছে।