বাংলাদেশ (বামে) ও পাকিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
আগামী দুই মৌসুমের হোম ও অ্যাওয়ে ম্যাচের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে দুবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করলে অবশ্য সংখ্যাটা গিয়ে দাঁড়াবে তিনে।
মঙ্গলবার (১৮ জুলাই) এক বিবৃতিতে ২০২৪ জুলাই থেকে ও ২০২৫ সালের মে পর্যন্ত দুই মৌসুমের সূচি প্রকাশ করেছে পিসিবি।
সূচি অনুযায়ী বাংলাদেশ দল ২০২৪ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করতে পারলে পরের সফরটা হবে ৫-৬ মাস পরেই। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আসর মাঠে গড়াবে ফেব্রুয়ারি বা মার্চে।
একই বছরের মে মাসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাবরদের দেশে যাবে লাল সবুজের প্রতিনিধিরা। টাইগাররা সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এফটিপিতে কিছু পরিবর্তন এনেছে পিসিবি। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাবরদের। সেই সূচি পিছিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে নেয়া হয়েছে।