বার্সেলোনায় মেসির সঙ্গে এক দশকের বেশি সময় খেলেছেন জর্দি আলবা। ছবি: সংগৃহীত
যেন তারকার মিলনমেলা বসাচ্ছে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামি। বিশ্বসেরা লিওনেল মেসিকে দলে নেয়ার পর তারা আর্জেন্টাইন তারকার সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুসকেটসকেও দলে ভেড়ায়। এবার জর্দি আলবার দিকে হাত বাড়িয়েছে ডেভিড ব্যাকহামের ক্লাব। খবর ফ্যাব্রিজিও রোমানোর।
রোমানো বলছেন, আলবা ও ইন্টার মিয়ামির মাঝে এখনও সমঝোতা চুক্তি হয়নি। তবে অন্য সব আনুষ্ঠানিকতা শেষ। অতি শিগগিরই নাকি সবকিছু চূড়ান্ত করা হবে।
গত মে মাসে বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আলবা। বার্সা ছাড়ার পর থেকেই তার পরবর্তী গন্তব্য নিয়ে গুঞ্জন শুরু হয়। সমর্থকরা জানতে চান, কোথায় যাবেন এই স্প্যানিয়ার্ড? অনেকে উত্তর হিসেবে সামনে এনেছিলেন মিয়ামির নাম। সে গুঞ্জন নতুন মাত্রা পায় লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিলে।
আলবা ১৯৯৮ সালে যোগ দিয়েছিলেন বার্সেলোনার ফুটলার তৈরির বিখ্যাত একাডেমি ‘লা মাসিয়া’য়। এরপর করনেলা, ভ্যালেন্সিয়া, জিমন্যাস্টিক ঘুরে ২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে যোগ দেন বার্সেলোনায়। ক্লাবটির হয়ে গত এক দশকে ১৯টি শিরোপা জিতেছেন আলবা। ৬টি লা লিগা শিরোপাসহ, ৫টি কোপা দেল রে, ৪ টি স্প্যানিশ সুপার কাপ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ্বের শিরোপা জিতেছেন তিনি।