দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করার আগে রাজধানীর আবদুল্লাহপুরে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি নেতারা। ছবি: সময় সংবাদ (ভিডিও থেকে নেয়া)
সরকার পতনের এক দফা ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। বুধবার (১৯ জুলাই) এ পদযাত্রায় অংশ নিতে সকাল থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে আবদুল্লাহপুরে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী।
পদযাত্রা শুরুর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর আবদুল্লাহপুরে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলের নেতারা। এখান থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হবে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে। এতে আবদুল্লাহপুর থেকে রামপুরা অংশে থাকবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীরা; আর রামপুরা থেকে বাকি অংশে থাকবেন দক্ষিণের নেতা-কর্মীরা।
আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু করবে দলটি। এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।
এর আগে, মঙ্গলবার (১৮ জুলাই) প্রথমদিনের পদযাত্রায় বিভিন্ন জেলায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিক ও কয়েকশ রাজনৈতিক নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত ১২ জুলাই সরকারের পদত্যাগ দাবিতে এক দফা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে সেদিনই দুদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।
বিএনপি নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। সরকার সহিংসতার উসকানি দিচ্ছে অভিযোগ করে তারা বলেন, কোনো পাতা ফাঁদে পা দেবেন না তারা।