এলডিপি’র প্রেসিডেন্ট অলি আহমদ
শান্তি সমাবেশের নামে সরকার সারাদেশে অশান্তির পরিবেশ তৈরি করে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ।
বুধবার (১৯ জুলাই) রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
অলি আহমদ বলেন, আমরা যেদিন কর্মসূচি পালন করি ওই দিন শান্তি সমাবেশের নামে সরকার সারাদেশে অশান্তির পরিবেশ তৈরি করে। আওয়ামী লীগ শান্তি নয়, অশান্তিতে বিশ্বাসী। তারা বিদায় নিলেই দেশে শান্তি আসবে।
তিনি বলেন, ক্ষমতাসীনরা দমন-পীড়ন চালিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা ও গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। তাদের পতন হবেই।
এলডিপির প্রেসিডেন্ট বলেন, এই সরকার জনগণের ভোটের অধিকার ছিনিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। তাই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প কিছু ভাবছি না।
অলি আহমদ বলেন, সাধারণ মানুষের আয়ের চেয়ে ব্যয় বেড়েছে চারগুণ। দেশে মানবাধিকার বলে কিছু নেই। সরকারি দলের সদস্যরা বিএনপি-এলডিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে মানুষ খুন করছে।