হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয়জন। ছবি একুশে বিডি।
গৌরীপুর উপজেলায় রজব আলী নামে এক চৌকিদার হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় দায়রা জজ সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।
এ মামলায় বেকসুর খালাস দেয়া হয়েছে তিন আসামির। এছাড়া দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে তারা মিয়া নামে এক আসামি পলাতক রয়েছে। ময়মনসিংহের দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সঞ্জিব সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফকর উদ্দিন, মতিউর রহমান মতি, আ. কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর ও আতিউল্লাহ।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ১২ অক্টোবর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহেরতলা নামক এলাকায় চৌকিদার রজব আলীর ওপর হামলা চালায় আসামিরা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যাকাণ্ডের পরদিন নিহতের ছেলে হারুন অর রশিদ ১১ জনকে আসামি করে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত এক আসামির মৃত্যু হয়। দীর্ঘ বছর মামলার সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্কে ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশও দেয়া হয়।