পটুয়াখালীর দশমিনায় গালমন্দ করায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. মন্নান ফকির (৬০) ওই গ্রামের মৃত আনজর আলী ফকিরের ছেলে। এ ঘটনায় ছোট ভাই ফারুখ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।
সরেজমিন জানা যায়, ঘটনার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই মন্নান ফকির তার ছোট ভাই ফারুখ ফকিরকে গালমন্দ করেন।
ওই ঘটনার জেরে ছোট ভাই ক্ষুব্ধ হয়ে বড় ভাই মন্নান ফকিরের ঘরে ঢুকে তাকে ফল কাটার ছুরি দিয়ে আঘাত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের বাড়ির লোকজনের দাবি, ফারুখ ফকির মানসিক সমস্যায় ভুগছেন।
দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় হত্যা মামলা হবে। অভিযুক্ত ফারুখ ফকিরকে গ্রেফতার করা হয়েছে।