স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংবিধান মেনেই নির্বাচন হবে। সংবিধানের বাইরে কোনো দাবি করলে, সেটা মেনে নেয়ার কোনো যৌক্তিকতা নেই।
শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁওয়ে ‘দেওয়ানবাড়ি মায়ের মাজার’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বাংলাদেশে একটা সংবিধান আছে। সংবিধান মেনেই বাংলাদেশ চলছে ও আগামী জাতীয় নির্বাচন কিংবা দেশে যত নির্বাচন হবে সবগুলোই সংবিধান মেনে যেভাবে আছে সেভাবেই হবে। এখানে সংবিধানের বাইরে কেউ কোনো দাবি করলে সেটা মানার কোনো যুক্তি নেই। সংবিধানে যেভাবে আছে সেভাবেই আগামী নির্বাচন হবে।
বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন,
বিএনপি ও তাদের শরীক দল জামায়াতে ইসলাম এবং অন্যান্যরা মিলে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি বলেন, ‘জনগণ তাদের (বিএনপি, জামায়াত) চায় না এটা আপনারা আগেও দেখেছেন কতগুলো নির্বাচনে। ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে আমাদের প্রধানমন্ত্রী আসছেন। আগামী নির্বাচনেও ঠিক সেই বিজয় হবে। এটা তারা বুঝতে পেরেছে সেইজন্যই তারা এ ধরনের বাধা তৈরি করছে, যাতে করে নির্বাচনের পরিস্থিতি বিনষ্ট করতে তারা একটা প্রয়াস পায়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। দোয়া পরিচালনা করেন আলহাজ হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান চিশতী সায়েদাবাদী।
আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্নেহাশীষ দাস, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু শেখ প্রমুখ।