সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ। ছবি-সংগৃহীত।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। শনিবার (২২ জুলাই) বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার পরপরই নেতাদের ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে যায়।
মঞ্চ ভাঙার ঘটনায় সাংবাদিক ও এক ছাত্রদল কর্মী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, বাংলা টিভির সিনিয়র রিপোর্টার শিউলি আক্তার (৪০) ও রামপুরা এলাকার ছাত্রদল কর্মী নাইম হোসেন (২২)।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিউলি বাম পায়ের পাতায় ব্যথা পেয়েছেন। তাকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। আর নাইমের বাম পায়ের হাড়ে ফ্র্যাকচার রয়েছে। তাকে ভর্তি রাখা হয়েছে।
সাংবাদিক শিউলি জানান, মঞ্চে উঠে তিনি বিএনপি নেতাদের বক্তব্য নিচ্ছিলেন। এসময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে।
এর আগে নেতাকর্মীরদের পদচারণায় মুখর হতে থাকে সমাবেশস্থল। বিকেলে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রমনা এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির তিন সহযোগি সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
তারা সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের মূল সড়কে অবস্থান নিয়েছেন। ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তাদের হাতে ব্যানার, প্ল্যাকার্ড আর ফেস্টুন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি সরকারের পদত্যাগের দাবি ছিলো সবার বক্তব্যেই।
তরুণদের সম্পৃক্ত করাই এই সমাবেশের মূল লক্ষ্য জানিয়ে নেতারা বলেন, আগামীতে তরুণরাই আসবে দেশের নেতৃত্বে।
নতুন কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি আগামীর আন্দোলনে অংশ নিতেও আহ্বান জানান নেতাকর্মীরা।
পাঁচটি বড় শহরে সমাবেশ শেষে ঢাকায় সবশেষ তারুণ্যের সমাবেশ থেকে একদফার নতুন কর্মসূচি আসতে পারে বলেও জানান বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতারা।