মাদারীপুরে আহত যুবককে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিচ্ছেন স্বজনরা। ছবি একুশে বিডি।
মাদারীপুরে শিবচরে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নে সাড়ে বাইশরশি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাহবুব রহমান (২২) ওই এলাকার কাশেম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন মাহবুব। বাড়ির পাশে ব্রিজের কাছাকাছি আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মাহবুবের ওপর হামলা চালায়। এ সময় মাহবুব দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করলে হামলাকারীরা ওই বাড়ির উঠানে ফেলে মাহবুবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় মাহবুবকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
পূর্বশত্রুতার জেরে এই হামলা হতে পারে উল্লেখ করে মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।