নগর কান্দা থানা। ছবি একুশে বিডি।
পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুরের নগরকান্দায় রুবেল শেখ (১৯) নামে এক যুবক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনার পর তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ফুলসূতি ইউনিয়নের কাজিকান্দা গ্রামের সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।
রুবেল শেখ উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচকাইচাইল গ্রামের সালাম শেখের ছেলে। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রুবেল। দুই ভাই ও তিন বোনের মধ্যে রুবেল সবার বড়।
জানা যায়, মঙ্গলবার বিকেলে রুবেল শেখ পার্শ্ববর্তী হিয়াবলদি গ্রামে তার নানা রাজা মিয়ার বাড়িতে যায়। রাত ৯টার দিকে বাড়ি ফেরার সময় পূর্ব শত্রুতার জের ধরে কাজিকান্দা গ্রামের সড়কে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রুবেল মারা যায়।
কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান বলেন, ‘একটি নিরীহ ছেলেকে ওরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আটকের দাবি জানাই।’
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে হিয়াবলদি গ্রামের কতিপয় উশৃঙ্খল যুবক তাদের বন্ধুদের সঙ্গে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রামের হায়াত শেখের ছেলে রনি শেখও (১৮) কোপ খেয়ে গুরুতর আহত অবস্থায় একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি এ হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে। রনিকে আটক অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। সুরতহাল শেষে রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, দুই গ্রামের মধ্যে দলাদলি রয়েছে। বিভিন্ন সময় তারা বিবাদে জড়াতেন। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।