প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। ফাইল ছবি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ইতালিতে কর্মী পাঠানোর লক্ষ্যে শিগগিরই দেশটির সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হবে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে ডায়াসপোরা নীতি-২০২৩ বিষয়ে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এ ব্যাপারে ইতালি সরকারের সঙ্গে আলোচনা চলছে।
এ ছাড়া ইতালিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের নিয়মিত করার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।
বিস্তারিত আসছে…