ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেম্বার নির্বাচন নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- একই এলাকার গোলাপ মিয়া, পাশামিয়া, আতাউর রহমান, ইসমাইল মিয়া, রবিউল্লাহ, আনোয়ার হোসেন ও উবায়দুল হকসহ ২০ জন। এদের মধ্যে গোলাপ মিয়া এবং পাশামিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী সূত্র জানায়, শ্রীরামপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের ড্যাংগাবাড়ির গোলাপ মিয়া ও হাজীবাড়ির নাসির মিয়ার মধ্যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী শিশুসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস মোহাম্মদ জানান, সাদেকপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় মোট ১৬ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাঁচজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিগত মেম্বার নির্বাচন নিয়ে বিরোধের ধরে একই গোষ্ঠীর দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।