দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করেছে আর্জেন্টিনার নারী দল। ছবি: সংগৃহীত
ইতালির কাছে হেরে নারীদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। শুক্রবার (২৮ জুলাই) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় আর্জেন্টিনার নারী দল। হারতে থাকা ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে আলবেলিস্তেরা। তুলনামূলক কম শক্তির দেশের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনার নারী দল।
আক্রমণ, বল দখল সবদিক থেকেই দক্ষিণ আফ্রিকারদের থেকে এগিয়ে ছিল আর্জেন্টিনা। শুরু থেকেই আফ্রিকার নারীদের কোণঠাসা করে রাখে তারা। তবে ম্যাচের ৩০ মিনিটে লিন্ডা মাথোলা দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় হাফেও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনার নারীরা। তবে গোলের দেখা পাচ্ছিল না। উল্টো ম্যাচের ৬৬ মিনিটে থেম্বি কাটলানা আফ্রিকার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এক সময় মনে হচ্ছিল ম্যাচটা সহজেই হেরে যাবে আর্জেন্টিনা।
তবে ৭৪ মিনিটে সোফিয়া ব্রাউন ২০ গজ দূর থেকে ডান পায়ের শটে ব্যবধান কমান। আর তার পাঁচ মিনিট পর আবারো গোলের দেখা পায় আলবেলিস্তেরা। ৭৯ মিনিটে আর্জেন্টিনার ইয়ামিলা রদ্রিগেজের ক্রস রমিনা নুনেজ হেড করে জালে পাঠান। শেষ পর্যন্ত এই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলের।
‘জি’ গ্রুপে দুই দলই খেলেছে নিজেদের দ্বিতীয় ম্যাচ। যেখানে দুই দলই ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান করছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। আগামী বুধবার (২ আগস্ট) আর্জেন্টিনা খেলবে সুইডেনের বিপক্ষে। গ্রুপ পর্ব পাড় করতে সেই ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে।