ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাস। ফাইল ছবি
দিনাজপুর শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৬.৮৭ শতাংশ। গত বছর ছিল ৮১ দশমিক ১৬ শতাংশ। এ বছর কমেছে পাসের হার।
এদিকে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রী পাসের হার ৮০.২২ শতাংশ এবং ছাত্র পাসের হার ৭৩.৬১ শতাংশ। অন্যদিকে জিপিএ- ৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হারুনুর রশিদ মণ্ডল বলেন, কোভিডের আতঙ্ক এখনো কাটেনি। শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে আসে না। শিক্ষকরাও পাঠদানের আন্তরিক না। সেজন্য ফলাফল খারাপ হয়েছে।
ফলাফল বিশ্লেষণে জানা যায়, শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭০৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। শত ভাগ পাস করেছে ৮০ শিক্ষাপ্রতিষ্ঠান।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কুড়িগ্রাম জেলার পূর্ব কুমার পাড়া আদর্শ হাই স্কুল থেকে কোন শিক্ষার্থী পাস করেনি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯, কুমিল্লায় পাসের হার ৭৮.৪২, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ।
এ বছর ৩০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের ১৪ মে’র পরীক্ষা এবং সব বোর্ডের ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১৪ মে’র পরীক্ষা ২৭ মে এবং ১৫ মে’র পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হয়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
ঘরে বসে ফলাফল জানবেন যেভাবে
বরাবরের মতো এবারও সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, এসএমএস এবং অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বলেছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
সে ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।
দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।