এসএসসির ফলাফলে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। ছবি একুশে বিডি।
চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে ভোলা। জেলায় মোট পাসের হার ৯১ দশমিক ৪ শতাংশ। আর বিভাগের সবার শেষে পটুয়াখালী জেলা। পাসের হার ৮৯ দশমিক ৫ শতাংশ।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে এসএসসি পরীক্ষার বরিশাল বোর্ডের ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বরিশাল বিভাগে পিরোজপুরে পাসের হার ৮৯ দশমিক ৩১ শতাংশ। বরগুনায় পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ। বরিশালে পাসের হার ৯০ দশমিক ৮৩ শতাংশ। ৯১ দশমিক ১ শতাংশ পাসের হার ঝালকাঠির। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। পরবর্তী অবস্থানে ব্যবসায় শিক্ষা, এরপর মানবিক বিভাগ।
এ ছাড়া সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৫ হাজার ৪৬২ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে ৬২৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৫ জন জিপিএ-৫ পেয়েছে। বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯, কুমিল্লায় পাসের হার ৭৮.৪২, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ।
এ বছর ৩০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের ১৪ মে’র পরীক্ষা এবং সব বোর্ডের ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১৪ মে’র পরীক্ষা ২৭ মে এবং ১৫ মে’র পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হয়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।