দুই আদিবাসী নারীকে যৌন নির্যাতনের প্রতিবাদে মণিপুরে বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স
ভারতের মণিপুর রাজ্যে সম্প্রতি দুই নারীকে বিবস্ত্র করার ঘটনায় তদন্তের দায়িত্ব পেয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। বৃহস্পতিবার (২৭ জুলাই) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগপত্র উপস্থাপনের পর এই মামলার শুনানি ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় সরকার।
রাজনৈতিক চাপের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হলো।
মামলার হলফনামায় বলা হয়েছে, শনাক্ত অপরাধীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে ব্যাপক অভিযানের জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত এসপি পদমর্যাদার কর্মকর্তাকে অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবিচ্ছিন্ন তত্ত্বাবধানে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে।
তবে মোদি প্রশাসনের এমন তড়িঘড়ি আইনি প্রক্রিয়াকে মোটেও ভালোভাবে নিচ্ছে না কংগ্রেসসহ বিরোধী রাজনৈতিক দলগুলো। নিজেদের দোষ ঢাকতেই কেন্দ্রীয় ও রাজ্য সরকার ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ তাদের।
এছাড়া সিবিআই পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উল্লেখ করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে বিষয়টিকে তারা বিচারাধীন তকমা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ বিরোধী দলগুলোর।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মে থেকে মণিপুরে শুরু হয়েছে জাতিগত দাঙ্গা। সংখ্যাগরিষ্ঠ মেতাই জাতিগোষ্ঠীকে তফসিলি সম্প্রদায় ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামে কুকি সম্প্রদায়। পরে সেই আন্দোলন রূপ নেয় জাতিগত সহিংসতায়। সেই সহিংসতায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ শতাধিক।