আল ইত্তিহাদে অভিষেকের এই ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বেনজেমা
ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে গিয়েছেন করিম বেনজেমা। সৌদি ক্লাবটিতে তার যোগদানের মাস দুয়েক পেরোলেও মাঠে নামা হচ্ছিল না ফরাসি তারকার। অবশেষে সেই সুযোগ এলো ব্যালন ডি’অরজয়ী তারকার সামনে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) আল ইত্তিহাদের হয়ে অভিষেক ম্যাচে মাঠে নামেন বেনজেমা। চ্যাম্পিয়ন কাপের প্রথম ম্যাচে মাঠে নেমেই আলো কেড়েছেন এই তারকা। তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আল ইত্তিহাদ।
চ্যাম্পিয়ন কাপের ম্যাচে বৃহস্পতিবার সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ইএস তিউনিসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল ইত্তিহাদ। এক গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন বেনজেমা।
ইত্তিহাদের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে শুরুতেই ধাক্কা খান বেনজেমা। ২৬ মিনিটেই গোল হজম করে বসে তার দল। তবে সমতায় ফিরতে বেনজেমাদের তেমন সময় লাগেনি। ফ্রেঞ্চ স্ট্রাইকারের পাস থেকে ৩৫তম মিনিটে তাদের সমতায় ফেরান স্ট্রাইকার আবদের রাজ্জাক হামদাল্লাহ।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই লিড নিয়ে নেয় ইত্তিহাদ। ম্যাচ নির্ধারণী সেই গোলটাও এসেছে বেনজেমার পা থেকে, যাকে বলে একেবারে স্বপ্নের মতো অভিষেক। ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি দূরপাল্লার এক দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। এরপর পুরো ম্যাচে আর কেউই গোল পায়নি। ফলে ২-১ গোলে জয় নিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে ইত্তিহাদ। এই জয় দিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে বেনজেমার দল।
ম্যাচের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অভিষেক ম্যাচের ছবি প্রকাশ করেছেন বেনজেমা। সেখানে অভিষেক নিয়ে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।