পুলিশের জলকামানের ওপর হামলা করছেন বিএনপিকর্মীরা। ছবি সংগৃহীত।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন; আটক করা হয়েছে অনেককে।
শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার পর থেকে লাঠিসোঁটা হাতে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সব সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান তারা।
পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপিকর্মীরা। কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
সতর্ক অবস্থানে পুলিশ। ছবি:
গাবতলীতে সংঘর্ষের সময় আহত হন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
গাবতলীতে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বেশ কয়েকজনকে আটক করা হয়। এ ছাড়াও বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।