মণিপুর পরিদর্শনে যাওয়া বিরোধী দলীয় নেতাদের একাংশ। ছবি: এনডিটিভি
প্রায় তিনমাস ধরে জাতিগত সহিংসতা চলছে ভারতের মণিপুর রাজ্যে। বিভিন্ন সময়ে চলমান সহিংসতার ভয়ংকর খবরও উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এবার সেই উত্তাল মণিপুর পরিদর্শনে গেছেন ভারতের বিরোধী দল ‘ইন্ডিয়া’ জোটের ২১ নেতা।
শনিবার (২৯ জুলাই) তারা মণিপুর পরিদর্শনে যান। ২১ সদস্যের ওই প্রতিনিধিদলে চারজন সদস্য কংগ্রেসের। তাদের মধ্যে রয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীররঞ্জন চৌধুরী ও উপনেতা গৌরব গগৈ। তৃণমূল কংগ্রেস থেকে রয়েছেন বরাক উপত্যকার নেত্রী সুস্মিতা দেব।
এছাড়া প্রধান দলগুলোর মধ্যে রয়েছে: তামিলনাড়ুর ডিএমকে, বিহারের আরজেডি ও জনতা দল ইউনাইটেড, উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি, দিল্লির আম আদমি পার্টি, ঝাড়খন্ডের ঝাড়খন্ড মুক্তি মোর্চা, সিপিআইএমসহ একাধিক বামপন্থী দল। আরও বেশ কয়েকটি ছোট দলের সংসদ সদস্যও রয়েছেন।
দুইদিনের সফরের প্রথমদিন অর্থাৎ শনিবার (২৯ জুলাই) বিকেলেই তারা রাজ্যের জাতিগত সহিংসতার কেন্দ্রস্থল চূড়াচাঁদপুর পরিদর্শনে যাবেন। সেখানে তারা কুকি সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলটি ত্রান শিবির পরিদর্শন করবেন। এছাড়াও ইমফলে ফেরার আগে তারা মণিপুর সহিংসতার শিকার ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও ইমফলে তারা মাইতেই সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও দেখা করবেন।