বরগুনার মানচিত্র। ফাইল ছবি
বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে দায়ের করা একটি নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জেলা জামায়াতের সেক্রেটারি এস এম আফজালুর রহমান (৬২) ও সদস্য মো. জহিরুল হক।
শনিবার (২৯ জুলাই) দুপুর ২ টার দিকে বরগুনা পৌর-শহরের মাছ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বরগুনায় নাশকতার পরিকল্পনা চালায় জামায়াত-শিবির কর্মীরা। পরে তা নস্যাৎ করে দেয় বরগুনা সদর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন তারা।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, গ্রেফতারের পর তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তারা বরগুনা জেলা কারাগারে রয়েছেন।