গ্রেফতার বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বিএনপির মিছিলে বাধা দেয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও ধাওয়া পাণ্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ছাড়া পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও শটগানের রাবার বুলেট নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় পুলিশ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাগর প্রধান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ চারজনকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোসফা রাসেল জানান, নির্দেশনা ছিল যান চলাচলে বাধা সৃষ্টি করে জনগণের ক্ষতি করতে দেয়া যাবে না। পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। বিএনপির লোকজন মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে বিএনপির কর্মীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাগর প্রধান ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।