মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি একুশে বিডি।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে ঢাকায় সফররত মার্কিন পর্যবেক্ষক দলকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার (৩০ জুলাই) ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে ঢাকায় সফররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পর্যবেক্ষক দল মূলত বাংলাদেশের প্রাক-নির্বাচনী অবস্থা জানতে চেয়েছে এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা সম্পর্কে জানতে চেয়েছে। আগামী নির্বাচন নিয়ে তারা কোনো মন্তব্য করেনি।’
তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে কিনা জানতে চেয়েছেন পর্যবেক্ষকরা। তাদের জানানো হয়েছে, নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানেই নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন কাজ করবে। এ বিষয়টি তাদেরকে নিশ্চিত করা হয়েছে।’
এ ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং তাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যথেষ্ট দক্ষতা রয়েছে।
আসাদুজ্জামান খান বলেন, গতকাল (শনিবার) রাজধানীতে বিএনপির সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রায় ৭শ জনকে আটক করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিএনপি জনবিছিন্ন হয়ে পড়বে।
তিনি আরও বলেন,
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানুল্লাহ আমান রাস্তায় অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়নি। তারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন।