নাশকতার অভিযোগে আটক জামায়াতের নেতাকর্মীরা। ছবি একুশে বিডি।
সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করে তোলার অভিযোগে অভিযান চালিয়ে জামায়াতের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ জুলাই) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক, নাশকতা ঘটানোর বিভিন্ন অপতৎপরতার চেষ্টা এবং সরকারবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।
গ্রেফতার শেষে তাদের প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। তবে গ্রেফতারকৃতদের থানায় আনা হলে অনেকের স্বজন তাদের নির্দোষ দাবি করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ কামাল আকন্দ জানান, তাদের বিরুদ্ধে মামলা থাকায় এবং রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন অপতৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। যেকোনো অপতৎপরতা প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।