বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
প্রধান সংবাদ :
বাবুগঞ্জে ঢাকা বরিশাল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বাবুগঞ্জে যুবদলের জনসংযোগ ও কর্মশালা অনুষ্ঠিত বরিশালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/শিক্ষিকাদের কর্ম বিরতি । বাবুগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবদলের গণসংযোগ বরিশাল বাবুগঞ্জ উপজেলায় দেহেরগতি ইউনিয়নে বেগম সেলিমা রহমানের পক্ষ থেকে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ । বরিশাল-ঢাকা মহাসড়কে , রাকুদিয়া নতুন হাট বাজার সংলগ্ন, দ্রুতগামী একটি পরিবহনের ধাক্কায় এক সাইকেল  আরোহী নিহত । বাবুগঞ্জ উপজেলা দেওরগতি ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ বাবুগঞ্জে মুক্তিযোদ্ধা সিদ্দিক হাওলাদারের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বাবুগঞ্জে মাদ্রাসা শিক্ষকদের সাথে উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড; ক্ষতিগ্রস্তদের ইউএনওর সহায়তা প্রদান।

মশা তাড়াবে যেসব গাছ

স্বাস্থ্য ও চিকিৎসা,একুশে বিডি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৩৩ জন নিউজটি পড়েছেন

প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে অতীতের সব রেকর্ড ভেঙেছে জুলাই মাস। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে একচল্লিশ হাজার। যা কিনা জুন মাসের তুলনায় সাতগুণ বেশি। এছাড়া জুলাইয়ের ৩১ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ২০৪ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৬১ হাজার রোগী। যার মধ্যে ২৮১ জন মারা যান।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজির আহমেদ বলেন, বর্তমানে ডেঙ্গুর যে পরিস্থিতি তাতে আমরা সহসা এডিস মশা নিয়ন্ত্রণে আনতে পারবো বা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে, বিষয়টা তেমন না। বর্তমান পরিস্থিতি ২০১৯ সালের চেয়েও খারাপের দিকেই যাচ্ছে। তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনায় বেশি জোর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে ডেঙ্গু থেকে বাঁচতে ব্যক্তিগত সতর্কতা সবচেয়ে বেশি জরুরি। তাই আপনি ঘরে কিংবা বারান্দায় মশা দূরে রাখে এমন গাছ লাগাতে পারেন।

আপনি জানলে অবাক হবেন কিছু গাছ আছে যেগুলো পড়ে থাকে অযত্ন-অবহেলায়। তবে এসব গাছ মশার যম। যেমন- তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার ও গাঁদা গাছ ইত্যাদি। এসব গাছে কীট প্রতিরোধক কিছু যৌগ থাকে। সাইপারমেথ্রিন ও ম্যালাথিয়ন মশার ডিম, লাভা ও মশার বংশ বৃদ্ধি রোধ করতে কাজ করে। চলুন জেনে নিই মশা দূরে রাখতে কোন কোন গাছ কার্যকরী ভূমিকা রাখতে পারে।

গাঁদা
গাঁদা ফুলের পাপড়ি এবং গাছের পাতায় অ্যান্টিসেপ্টিক থাকে। এ কারণে গাঁদা গাছ থেকে মশা দূরে থাকে। এছাড়া গাঁদা ফুলের গাছের যত্ন নেয়াও সহজ, প্রয়োজনীয় পানি ও আলো পেলেই এই গাছ জন্মায়। গাঁদা ফুলের গন্ধ মানুষের পছন্দ হলেও মশা একদম সহ্য করতে পারে না। এ কারণে আপনার ঘর থেকেও মশা দূরে থাকবে।

গাঁদা গাছ। সংগৃহীত ছবি

তুলসী
আদিকাল থেকেই তুলসী গাছ ঘরের আঙিনায় লাগানোর রীতি প্রচলিত আছে। তুলসীর একাধিক স্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণ আছে। এ গাছ পরিবেশকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ রাখতে সাহায্য করে। এছাড়া তুলসীর ঝাঁজালো গন্ধ মশা দূরে রাখে।

তুলসী গাছ। সংগৃহীত ছবি

পুদিনা
পেপার মিন্ট বা মেন্থলের সুগন্ধ মশা তাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী। তাই পুদিনা গাছকে মশার প্রাকৃতিক কীটনাশক বলা হয়।

পুদিনা। সংগৃহীত ছবি

ল্যাভেন্ডার
ল্যাভেন্ডার গাছের আশেপাশে কোনো পোকামাকড় আসে না। তার কারণ ল্যাভেন্ডারের গন্ধ। এই গাছের পাতায় একধরনের এসেনশিয়াল তেল থাকে। তাই এর সুতীব্র গন্ধে গাছ ও তার আশপাশে আসতে পারে না মশা।

ল্যাভেন্ডার গাছ। সংগৃহীত গাছ

সাইট্রোনেলা
সাইট্রোনেলা গাছ থেকে একধরণের সুগন্ধি বেরোয় যা মশা একদম সহ্য করতে পারে না। আর এই গন্ধ পেলেই মশা ধারে কাছেও ভিড়ে না। ৬-৭টি সাইট্রোনেলা গাছ ১ একর জায়গাকে মশামুক্ত রাখতে পারে।

সাইট্রোনেলা। সংগৃহীত ছবি

রোজমারি
রোজমেরির ঘ্রাণে মশারা টিকে থাকতে পারে না।

রোজমারি। সংগৃহীত ছবি

লেমন গ্রাস
‘ঘাস খাও’- কথাটা ব্যঙ্গাত্মক অর্থে বুদ্ধিহীনতার উদাহরণ হিসেবে ব্যবহার হলেও লেমনগ্রাস বা থাই পাতা খাওয়া কিন্তু মোটেই বোকার পরিচয় নয়। থাই সুপ তৈরিতে এই পাতা ব্যবহার করা হয়। তাই লেমনগ্রাস আমাদের কাছে থাই পাতা নামে পরিচিত। এর সুগন্ধ মনকে সতেজ রাখতে সহায়তা করে। আর লেমন গ্রাসের গন্ধ মশাদের দূরে রাখতে সাহায্য করে।

লেমন গ্রাস। সংগৃহীত ছবি

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Thursday, 16th October, 2025
    SalatTime
    Fajr4:41 AM
    Sunrise5:56 AM
    Zuhr11:44 AM
    Asr3:03 PM
    Magrib5:32 PM
    Isha6:47 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102