নারায়ণগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদের দলের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি একুশে বিডি।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।
বুধবার (২ আগস্ট) বিকেলে নগরীর খানপুর হাসপাতাল সড়কে ও চাষাঢ়ায় বিজয় স্তম্ভের সামনে পৃথক ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেন জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার তারেক রহমানের প্রতি ভীত হয়ে এ রায় দিয়েছেন। যা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এসময় আদালতের রায় বিনা শর্তে প্রত্যাহারের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ অন্যান্য নেতারা। পরে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান সড়ক ঘুরে চাষাঢ়া চত্বরে গিয়ে তাদের কর্মসূচি শেষ হয়।