বুধবার তারেক-জুবাইদার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে খুলনা মহানগর ও জেলা বিএনপি। ছবি সংগৃহীত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় হয়েছে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
খুলনা
বুধবার (২ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। মিছিলটি খুলনা রেলস্টেশনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্যসচিব আমির এজাজ খানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পটুয়াখালী
একই প্রতিবাদে একই দিন পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শহরের হাসপাতাল চত্বর থেকে মিছিলটি বের হয়ে পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নতুন ভবনের সামনে প্রধান সড়কের কলাতলা বাজারে এসে এক সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, ছাত্রদল সভাপতি শফিউল বাশার উজ্জল। এসময় বক্তারা এই রায়কে সরকারের নাটক বলে উল্লেখ করেন।
পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ। ছবি
রাজবাড়ী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে রাজবাড়ী জেলা বিএনপি।
বুধবার (২ আগস্ট) বিকেলে জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আয়োজনে জেলা বার অ্যাসোসিয়েশনের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভেকেট লিয়াকত আলী ও সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে আদালত চত্বর প্রদক্ষিণ করেন বিএনপি নেতাকর্মীরা।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুব আলম চৌধুরী দুলাল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি, সদস্যসচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।