নয়াপল্টনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেয়া
সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে তিনি বলেন, খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে রাস্তায় এসো।
শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফখরুল এ কথা বলেন।
সরকারকে উদ্দেশ করে ফখরুল বলেন, ‘নির্বাচন না করে ক্ষমতায় যেতে পারলে কি আনন্দ, তাই না! খুবতো বলেছিলা খেলতে চাও, তাহলে ক্ষমতা ছেড়ে রাস্তায় এসো।’
বিএনপি মহাসচিব বলেন,
আওয়ামী লীগের কথার মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়েছে। তাদের বিবেক আছে, কিন্তু কথার মধ্যে মিল নেই। চতুরদিকে অন্ধকার দেখছে সরকার।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপির নয়, এটা জাতির সংকট। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে দানবকে পরাজিত করতে হবে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ভারত কী বললো এতে আমরা মাথা ঘামাবো না। আমরা শুনবো জনগণ কী বলছে।’
বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। সাজা দেয়ার আগে চিন্তা করবেন আপনাদেরও হিসাব দিতে হবে।
মরণপণ যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগকে চেয়ারে বসতে দেয়া যাবে না। এবার শেখ হাসিনার অধীন নির্বাচন করতে দেয়া হবে না।’