বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকা থেকে এক হাজার ২০০ ইয়াবাসহ এক ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে পৌরসভার অম্বিকাপুর এলাকায় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার এসআই আরিফুল ইসলাম।
আটকরা হলেন- উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর রহমান রুবেল পাটোয়ারী (৪৫) ও তার সহযোগী রাসেল আহমেদ (৪০) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অম্বিকাপুর এলাকার বাসিন্দা।
এসআই আরিফুল গণমাধ্যম কে জানান , রাতে গোপন খবর পেয়ে অম্বিকাপুরে নির্মাণাধীন পাবলিক ক্লাবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এক হাজার ২০০টি ইয়াবা পাওয়া যায়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযানে ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করা হয়েছে। এসআই মো. শাহবুদ্দিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।