পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মশারির ভেতর চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। ছবি
ঢাকাসহ বিভাগীয় শহরে যখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসছে, ঠিক সে সময়ে উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েই চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। তবে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
জেলায় সোমবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের ডেঙ্গু শনাক্তের পর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
সরেজমিনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ঢাকাফেরত ৫ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তবে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা দেখা দিয়েছে দেবীগঞ্জ উপজেলায়।
ডেঙ্গু রোগী মাসুদ রানা বলেন, গত ৭দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছি। বর্তমানে কিছুটা সুস্থ রয়েছি।
রোগী মাহবুবুর রহমান বলেন, ঢাকায় জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় চিকিৎসকের কাছে গেলে ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে দেখভাল করার মত কেউ না থাকায় মায়ের কথা মতো পঞ্চগড়ে এসে চিকিৎসা নিচ্ছি। তবে বর্তমানে শরীরে জ্বর অনেকটাই বেশি।
রোগীর স্বজন মরজিনা বেগম ও খাদিজা বেগম বলেন, হাসপাতালে ভর্তি পর কিছুটা অবস্থার উন্নতি হয়েছে। তবে এই ধরণের রোগে আমাদের কেউ আগে আক্রান্ত হয়নি।
পঞ্চগড় সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৪০ জনের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পুরো সুস্থ ১৮ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্য রোগীরা কিছুটা সুস্থ থাকায় নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন তারা।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. ফারহান হোসেন বলেন, ইতিমধ্যে ডেঙ্গু রোগী অনেক বেড়ে গেছে। হাসপাতাল থেকে অনেককেই শনাক্ত করা হলেও কিছু রোগী বাইরের জেলা থেকে এসেছেন। আমরা রোগীদের সব ধরণের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। একই সঙ্গে সবাইকে এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।