ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তন নিয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী। ছবি
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানহানিতে কোনো কারাদণ্ড নেই, যে কারণে মানহানি মামলায় সরাসরি গ্রেফতার করা যাবে না।
সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে ডিজিটাল সিকিউরিট অ্যাক্ট (ডিএসএ) পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন,
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মানহানির মামলা অজামিনযোগ্য ছিল। সেটাকে জামিনযোগ্য করা হয়েছে। সকল মানহানির মামলা এখন জামিনযোগ্য। মানহানির মামলায় কারাদণ্ডের পরিবর্তে জরিমানার শাস্তি নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, মন্ত্রিসভায় সাইবার নিরাপত্তা আইন নামের নতুন একটি আইনের অনুমোদন দেয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি, পরিবর্তন করা হয়েছে।
মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যেগুলো সাইবার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো পরিবর্তন করা হয়নি। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের বিষয়টি মাথায় রেখে নতুন আইন করা হয়েছে।
চলতি সেপ্টেম্বরে পার্লামেন্টে এ আইন উত্থাপন করা হবে এবং পাস করা হবে বলেও জানান তিনি।