রুহুল কবির রিজভী (বামে) এবং হিরো আলম। ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে রিজভীকে ক্ষমা করে দিতে বলেছেন তিনি।
সোমবার (৭ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে মামলাটি করেন হিরো আলম। আইনজীবী মুনসুর আলী রিপনের মাধ্যমে করা মামলার আবেদনে চারজনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে।
এজলাস থেকে বেরিয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘রিজভী আমার বাবার বয়সী একজন মানুষ। ভুল সবারই হয়। আমি আদালতে বিচারককে বলেছি যেন তাকে (রিজভী) ক্ষমা করে দেয়া হয়।’
‘ক্ষমা করে দিলে আদালতে মামলা করলেন কেন’- জানতে চাইলে সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘বর্তমানে আমি আমার নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। সবাই আমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। এর আগেও বিএনপি ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা আমাকে অপমান করে কথাবার্তা বলেছেন। আমার আদালতে যাওয়ার উদ্দেশ্য হলো সবাইকে সতর্ক করা। যাতে ভবিষ্যতে আমাকে নিয়ে এমন উল্টাপাল্টা কথাবর্তা আর কেউ না বলে।’
এর আগে তার আইনজীবী আদালতে যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে তিনি বলেন, ‘একজন মৃত মানুষের বিপক্ষেও মানহানিকর বক্তব্য দেয়া উচিত না। আর হিরো আলম একজন পরিচিত মুখ। তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তাকে মামলার আসামি (রিজভী) যেভাবে কটূক্তি করেছেন সেটা কোনোভাবেই উচিত হয়নি।’
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমার নির্দেশ দেন।