সম্ভাব্য নির্বাচন কমিশনারদের নাম চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠাবে সার্চ কমিটি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যে নাম পাঠাতে হবে। এরপর শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ও রোববার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে বসবে সার্চ কমিটি। বৈঠকের জন্য ভাবা হয়েছে বিশিষ্ট ৬০ নাগরিকের নামও।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নামের প্রস্তাব চেয়ে আগামীকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে চিঠি দেবে সার্চ কমিটি।
তিনি বলেন, সার্চ কমিটির দ্বিতীয় বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করা হবে তারা যেন আগামী শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার মধ্যে অনলাইনে বা সরাসরি কেবিনেট ডিভিশনে এসে অনধিক ১০ জনের নাম জমা দেন। প্রস্তাবনা গ্রহণের জন্য শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের অফিস বিকাল পাঁচটা পর্যন্ত খোলা রাখা হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছেও নাম চাওয়া হবে। এছাড়া বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং পৌনে ১টা থেকে ২টা পর্যন্ত দুটি মিটিং হবে এবং তার পরদিন রোববারও আরেকটি মিটিং হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারির পর বাড়ানো হবে কী না সেটা খতিয়ে দেখা হবে।