নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে মুজা। ছবি: ফেসবুক থেকে নেয়া
নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারের বিলবোর্ডে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজার একটি ছবি। নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি।
মঙ্গলবার (৮ আগস্ট) মুজা তার ফেসবুক পেজে টাইমস স্কয়ারের বিলবোর্ডে লাগানো ছবিটি পোস্ট করেছেন।
ছবির ক্যাপশনে তিনি লেখেন,
ঐতিহাসিক টাইমস স্কয়ারের বিলবোর্ডে নিজের ছবি দেখতে পাওয়া কী যে ভালো লাগার অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি প্রায়ই টাইমস স্কয়ারের পাশ দিয়ে আসা যাওয়া করতাম, কিন্তু কোনো দিন ভাবিনি যে এই বিলবোর্ডে একদিন আমার মতো একজন বাঙালি শিল্পীর ছবি দেখতে পাবো। অব্যাহত ভালোবাসা এবং সমর্থনের জন্য স্পটিফাইকে অনেক ধন্যবাদ। এছাড়া আমার সব ভক্তকেও জানাই অনেক ধন্যবাদ।
ক্যাপশনে ‘শরাফনাজার’ নামের একজনকে ট্যাগ করে মুজা আরও লেখেন, তাকে বিশেষ ধন্যবাদ আমাকে বাংলা গান গাওয়ার সুযোগ করে দেয়ার জন্য এবং আমার প্রতি বিশ্বাস রাখার জন্য।
মুজার জন্ম সিলেটে। কিন্তু বাবা-মার সঙ্গে তিনি চলে যান যুক্তরাষ্ট্রে, বড়ও হন সেখানে। মূলত প্রাণবন্ত ও মন্ত্রমুগ্ধকর কম্পোজিশনের জন্য শ্রোতাদের কাছে তিনি সুপরিচিত। কয়েক বছর আগে তার ‘নয়া দামান’র সংস্করণ শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপরই তিনি শ্রোতাদের নজরে আসেন। মুজার করা শাস্ত্রীয় ও সমসাময়িক সাউন্ডের মিশ্রণ তরুণদের মধ্যে সহজেই তাকে পরিচিত করে তুলেছে। এ ছাড়াও মুজার করা ‘বেনী খুলে’ এবং ‘ঝুমকা’ বাংলাদেশের স্পটিফাই লিস্টের প্রথম পাঁচ এর মধ্যে আছে।