নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধারকাজের সময় এলাকাবাসীর ভিড়। ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোসলের জন্য ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন শিহাব (২১) নামের এক যুবক। তিনি শহরগছি আদর্শ কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
নিখোঁজ শিহাব রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের খাজা মিয়ার ছেলে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিহাব ও তার চার বন্ধু উপজেলার পানিতলা খালে গোসল করতে ব্রিজের ওপর থেকে পানিতে লাফ দিলে অন্য সবাই ভেসে উঠলেও শিহাবের কোনো খোঁজ পাওয়া যায়নি। শিহাবকে খুঁজে না পেয়ে বিষয়টি গ্রামবাসীকে জানায় তার বন্ধুরা।
গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে দীর্ঘ সময় চেষ্টা করেও শিহাবকে উদ্ধার করতে পারেনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১১টা) নিখোঁজ শিহাবকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, পানির গভীরতা অনেক বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। ডুবুরিদল আসলে নিখোঁজ হওয়া শিহাবকে উদ্ধারের কাজ করা হবে।