নৌপুলিশের হাতে আটক সাতজন। ছবি
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করেছে নৌ পুলিশ। শনিবার (১৯ আগস্ট) দুপুরে জেলার এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযানটি পরিচালনা করে চৌহালী নৌ থানা পুলিশ।
আটকরা হলেন- হাফিজুর, হারুন, ওমর ফারুক, আতাব আলী, মাসুদ রানা, সোহেল রানা, আমিরুল শেখ ও ইয়া মিয়া। তারা সবাই এনায়েতপুর থানাধীন বেতিল চরের বাসিন্দা।
চৌহালী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, দীর্ঘ দিন বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও তীর সংরক্ষণ প্রকল্পসহ আশেপাশের ব্যক্তি মালিকানাধীন ফসলি জমির পাশে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় জব্দ করা হয় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি নৌকা, তিনটি শ্যালো মেশিন, পাইপসহ বালু তোলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় এনায়েতপুর থানায় মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।