ঘটনাস্থলে স্বজন ও স্থানীয়দের ভিড়। ছবি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তৈয়বর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) সকাল ৯টায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশঅ
নিহত তৈয়বর রহমান শিবপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন ভ্যানচালক।
নিহতের বড় ছেলে স্থানীয় ঔষধ বিক্রেতা সেলিম হোসেন বলেন, ‘শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দা গ্রামে ভাগিনার বাড়িতে যেতে বাড়ি থেকে বের হন। এরপর রোববার সকালে ধানশুন্ডা মাঠে ধানক্ষেতে স্থানীয় কৃষকরা ঘাস তুলতে গিয়ে বাবার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তৈয়বর রহমান বিষপানে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে এর মূল রহস্য।