২৫ ২০২৩ ইং সকাল ৬ টা ৩০ ঘটিকায় একটি মটরবাইক্ করে দুই জন লোক হাতে থাকা একটি ব্লু কালারের ব্যাগ নিয়ে মোহাম্মদপুর এলাকায় প্রবেশ করেন ।
তখন এলাকাবাসী জিজ্ঞাসা করেন তাঁদের পরিচয় , এবং হাতে থাকা ব্যাক টিতে কি আছে বলে জিজ্ঞাসা করেন এলাকাবাসী ।
তখন তারা বলেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য তারা ।
তখন এলাকাবাসীদের সন্দেহ হলে ব্যাক টি খুলে দেখেন ২ টি গাঁজার প্যাকেট তখন ঐ
দুই সদস্যকে আটক করেন নগরীর মোহাম্মদপুরের এলাকাবাসী।
আটকের পর দুজনকে পুলিশে হস্তান্তর না করে বিষয়টি ৯৯৯ নাম্বারে ফোন করে বরিশাল র্যাব-৮-এর কর্মকর্তাদের কাছে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং হ্যান্ডকাফ সহ সোপর্দ করা হয়। আটককৃতরা হচ্ছে– বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই ওবায়েদুল্লাহ খান এবং সিপাহি মো. সবুর।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. সরোয়ার বলেন ৯৯৯ নাম্বার থেকে বিষয়টি জানার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অবশেষে আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দুই সদস্যকে র্যাব-৮-এর কাছে তুলে দেন এলাকাবাসী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু বলেন , আইন সবার জন্য সমান , সে যেই হোক না কেন। যারা আটক হয়েছে তাদের বিষয়টি মৌখিকভাবে মহাপরিচালককে অবহিত করা হয়েছে।