বাগেরহাটের মোংলা থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা ঢাংমারী এলাকায় অভিযান চালিয়ে হরিণের ওই মাংস জব্দ করে। তবে এসময় কাউকে আটক কররে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের লেফটেন্যান্ট এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঢাংমারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিণের মাংস ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।