ভারত বিশ্বকাপে চলছে দর্শক খরা। তবে মাঠের লড়াই জমিয়ে তুলেছে প্রতিটি দল। বৈশ্বিক আসরে ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভক্তদের মন জয় করে নিচ্ছেন। তৈরি হচ্ছে একের পর এক রেকর্ড। ৪ ম্যাচ শেষে ১০ দলের এই যাত্রা কেমন হলো এক নজরে দেখে নেয়া যাক।
ভারত বিশ্বকাপে চলছে দর্শক খরা। তবে মাঠের লড়াই জমিয়ে তুলেছে প্রতিটি দল। বৈশ্বিক আসরে ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভক্তদের মন জয় করে নিচ্ছেন। তৈরি হচ্ছে একের পর এক রেকর্ড। ৪ ম্যাচ শেষে ১০ দলের এই যাত্রা কেমন হলো এক নজরে দেখে নেয়া যাক।
চার ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে রয়েছে নিউজিল্যান্ড। দলটি এখনও হারের মুখ দেখেনি। একই পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে রয়েছে স্বাগতিক ভারত। একটি ম্যাচ হারা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬। দুর্দান্ত পারফর্ম করা প্রোটিয়া বাহিনী রয়েছে তালিকার তিনে। আর শুরুটা ভালো না হলেও পরপর দুই ম্যাচ জিতে চারে রয়েছে অস্ট্রেলিয়া। অজিদের পয়েন্ট চার।
ক্রম দল জয় হার পয়েন্ট রানরেট
১ নিউজিল্যান্ড ৪ ০ ৮ ১.৯২৩
২ ভারত ৪ ০ ৮ ১.৬৫৯
৩ দক্ষিণ আফ্রিকা ৩ ১ ৬ ২.২১২
৪ অস্ট্রেলিয়া ২ ২ ৪ -০.১৯৩
৫ পাকিস্তান ২ ২ ৪ -০.৪৫৬
৬ বাংলাদেশ ১ ৩ ২ -০.৭৮৪
৭ নেদারল্যান্ডস ১ ৩ ২ -০.৭৯০
৮ শ্রীলঙ্কা ১ ৩ ২ -১.০৪৮
৯ ইংল্যান্ড ১ ৩ ২ -১.২৪৮
১০ আফগানিস্তান ১ ৩ ২ -১.২৫০
চার পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে পাঁচে রয়েছে পাকিস্তান। ৪ ম্যাচে একটি জয় পাওয়া বাংলাদেশের অবস্থান টেবিলের ছয়ে। এছাড়া একটি করে জয় নিয়ে সাতে নেদারল্যান্ডস, আটে শ্রীলঙ্কা, নয়ে ইংল্যান্ড এবং দশে রয়েছে আফগানিস্তান।